সময়টা পরীমণির। কিছুদিন আগে কলকাতার পূজা মন্ডপ ছেয়ে যায় তার সিনেমার পোস্টারে। সেই রেশ থাকতেই আসে ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তির খবর। এবার প্রকাশ পেল ট্রেলার। গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদসম্মেলনে প্রকাশ পায় ‘রঙিলা কিতাব’-এর ট্রেলার। যেখানে উপস্থিত ছিলেন পরীমণি, পরিচালক অনম বিশ্বাস প্রমুখ।

৮ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি ও মোস্তাফিজুর নুর ইমরান।

সিরিজ মুক্তি উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে হইচইয়ের পক্ষে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। যেখানে পরিচালক অনম বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পরীমনি, ‘রঙিলা কিতাব’-এর লেখক কিঙ্কর আহসানসহ অনেকে।

এটার মধ্য দিয়েই প্রথমবার কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন পরীমনি। স্ক্রিপ্ট পড়ার পর থেকেই কাজটি নিয়ে বেশ এক্সাইটেড ছিলেন তিনি। সিরিজে তার চরিত্রের নাম সুপ্তী। যাকে দেখা যাবে একজন মায়ের চরিত্রে।

প্রথমবার ওয়েব সিরিজে কাজ করছেন, সংবাদ সম্মেলনে অভিজ্ঞতা জানতে চাইলে পরী প্রশ্নকর্তাকে উদ্দেশ্য করে বলেন, ‘শুনেন আমি ছাড়া সুপ্তী চরিত্রটি হতো না। সুপ্তীকে আমার দরকার হতো। অন্তত আমার জীবনে একটা ক্ষুধা থেকে যেত যে আমি সুপ্তী চরিত্রটি করতে পারিনি। এই আকাঙ্খাটা আমার মধ্যে থেকে যেত। আমি কোনো আফসোস জীবনে রাখতে চাই না। তাই সুপ্তী চরিত্রটি করে ফেলেছি।”

নির্মাতার কাছে এসময় একজন প্রশ্ন রাখেন, ‘রঙিলা কিতাব’-এ পরীকে কাস্টিং করার কী কারণ? উত্তরে অনম বিশ্বাস বলেন, সুপ্তী চরিত্রটির জন্য এমন একজন দরকার ছিলো, যিনি ব্যক্তি জীবনে তার মতোই। স্ট্রং মেন্টালিটির একজন খুঁজছিলাম, যার ভেতর মাদারহুডের বিষয়টা আছে। যেটা আমাদের এই গল্পটাকে সার্ভ করবে। পরীতো পারসোনাল লাইফে রকস্টার, তাকে আলাদা করে এই চরিত্রের জন্য কিছু ব্রিফ করতে হয়নি। আমার একটু কাজটাজ কমলো!

এসময় পাল্টা প্রশ্নে একজন জানতে চান, যে প্রত্যাশা নিয়ে পরীকে সুপ্তী চরিত্রটির জন্য বেছে নিয়েছিলেন, পরী সেটা কতোটুকু করতে পারলো? অনম সোজাসাপ্টা বলে দেন, ‘তার ভাবনার চেয়ে বহুগুণ ভালো করেছে পরী।’

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসময় পরী বলেন, “নায়িকা টায়িকা বুঝি না। আমি একজন মানুষ। মানুষ হয়ে আসছি, মানুষ হয়ে যেতে চাই। মাঝখানে যা যা হয়েছে, তারমধ্যে কোনো রাখঢাক আমি রাখতে চাই না। যেমন এই প্রেম বলো, বিয়ে বলো, বাচ্চা বলো, ডিভোর্স বলো এবং বুড়ো হওয়ার ব্যাপারটা বলো- এই বয়স লুকানোটা আমার কাছে অনেকটা আরোপিত বিষয় মনে হয়। আমি কোনো কিছু লুকাতে চাই না, আমি যা, আমি তাই।”