গডজিলা ও কং-এর রসায়ন সিনেমাপ্রেমী দর্শকদের কাছে অনেক আগে থেকেই জনপ্রিয়। বাংলাদেশের দর্শকদের মধ্যেও এর বেশ জনপ্রিয়তা রয়েছে। আজ শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে মনস্টারভার্স ফ্র্যাঞ্চাইজির সিনেমা ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’। একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সেও প্রদর্শিত হবে ছবিটি। আগের ছবির সাফল্যের পথ ধরে এবারের ছবিটিও পরিচালনা করেছেন অ্যাডাম উইনগার্ড।

প্রায় তিন বছর পর আবারও দর্শকের সামনে আসছে গডজিলা ও কিং কং। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত গডজিলা ভার্সেস কং সিনেমার সিকুয়েল এটি। এবারের ছবিতেও আগের চরিত্রেই দেখা যাবে রেবেকা হল, ব্রিয়ান টাইরি ও কেলি হটলকে এছাড়া এবার নতুন যোগ হয়েছেন ড্যান স্টিভেনস এবং ফালা চেন হপ।

সিনেমার ট্রেইলারের শুরুতেই দেখা যায় পিরামিডের পাশে মাটি ফুড়ে প্রকান্ড এক হাত উঠে আসে। বিশ্বের মধ্যে লুকিয়ে থাকা এক বিশাল অনাবিষ্কৃত হুমকি নিয়ে লড়াই হবে কিং কংয়ের ও গডজিলার মধ্যে।

ছবিতে টাইটানদের ইতিহাস, তাদের উৎস, স্কাল আইল্যান্ড এবং তার বাইরের রহস্যগুলো তুলে ধরা হবে। সঙ্গে দেখানো হবে পৌরাণিক যুদ্ধ, যার মাধ্যমে এই প্রাণীদের সৃষ্টি হয় এবং তারা মানবজাতির সাথে যুক্ত হয়। গডজিলা আর কংয়ের শত্রুতার মধ্যে এই সব মহাজাগতিক কান্ডকারখানা খুঁজতে চাওয়া ভুল হবে। তারা নেহাতই জাগতিক দুই দানব এভাবেই এগিয়ে যাবে পুরো গল্পটি।