২০২১ কোপা আমেরিকার আগপর্যন্ত ২৮ বছর শিরোপাবঞ্চিত ছিল আর্জেন্টিনা। তবে ব্রাজিলের মাটিতে মহাদেশীয় টুর্নামেন্টের ৪৭তম আসরে স্বাগতিকদের হারিয়েই শিরোপা খরা কাটায় আকাশি-নীল শিবির।
এরপর একে একে চারটি শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। ২০২১ কোপা, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপের পর সবশেষ ২০২৪ কোপার শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা। এ নিয়ে রেকর্ড ১৬ বার কোপার শিরোপা ঘরে তুলল আলবিসেলেস্তেরা।
দলগত পারফরম্যান্সে কলম্বিয়ার বিপক্ষে এই জয় আর্জেন্টিনার সোনালী সময়ের কথা মনে করিয়ে দিলো। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলা কলম্বিয়া শেষ পর্যন্ত ধরাশয়ী হলো। তবে ব্যক্তিগত অর্জনে কলম্বিয়াও কম যায়নি। সেরা খেলোয়াড়ের খেতাব গেছে তাদেরই ভাগে।
সেরা খেলোয়াড়: পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেজ সেরা খেলায়াড়ের স্বীকৃতি পেয়েছেন। ফাইনালেও ছিলেন দুর্দান্ত। কলম্বিয়ার ফাইনালে আসার পেছনে তাঁর অবদান অনেক। সবমিলিয়ে ছয়টি গোলে সহায়তা করেছেন। একটি গোল নিজে করেছেন।
গোল্ডেন বুট: ২০২৪ সালের কোপা আমেরিকার সর্বোচ্চ গোল করার জন্য গোল্ডেন বুট জিতেছেন লাউতারো মার্টিনেজ। মোট পাঁচটি গোল করেছেন তিনি। সবথেকে গুরুত্বপূর্র্ণ গোলটা করেছেন ফাইনালে। ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে ১১২ মিনিটে তার গোলের সৌজন্যে, শিরোপা নিজেদের করে নেয় আর্জেন্টিনা।
সেরা গোলকিপার: আর্জেন্টিনার একজন এমিলিয়ানো মার্টিনেজ আছেন। যিনি গোলবারের নিচে অতন্দ্র প্রহরী। অবিশ্বাস্য ফর্মে আছেন তিনি। এবারের কোপা আমেরিকায় পাঁচটি ম্যাচে ক্লিনশিট রেখেছেন। শুধু তাই নয়, ফাইনালে গুরুত্বপূর্ণ সেভ করেছেন। তাই অনুমিতভাবে সেরা গোলকিপারের পুরস্কারটি উঠেছে তারই হাতে।
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: পুরো টুর্নামেন্টে স্পিরিট মেনে খেলার জন্য কলম্বিয়াকে ফেয়ার প্লে পুরস্কার দেয়া হয়েছে। কোপার ইতিহাসে কলম্বিয়া একবার চ্যাম্পিয়ন হয়েছে।