ব্রেমারের গোলে লাজিওকে হারিয়ে কোপা ইতালিয়ার সেমিফাইনালে পৌঁছেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। গতকাল (বৃহস্পতিবার) রাতে লাজিওকে ১-০ গোলে হারিয়েছে তুরিণের বুড়িরা।

ঘরের মাঠ অলিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় জুভেন্টাস। প্রথম সফল আক্রমণ তারা কওে ১২তম মিনিটে। তবে ভøাহোবিচের শট চলে যায় গোলবারের বাইওে দিয়ে। পরের মিনিটে লাজিও পাল্টা আক্রমণে উঠলেও জুভ ডিফেন্সে তা প্রতিহত হয়।

১৫তম মিনিটে ফিলিপ কস্টিকের শট ফেরান লাজিও গোলরক্ষক। ৪০তম মিনিটে গোল প্রায় পেয়েই গিয়েছিল জুভেন্টাস। তবে ভøাহোবিচের দুর্বল শট বাঁচিয়ে দেয় লাজিওকে। মিনিট চারেক পর ফিলিপ কস্টিকের ক্রস দারুণ এক হেডে জালে জড়ার ব্রেমার।

বিরতির পর মাঠে নেমে পাল্টা আক্রমণে উঠে লাজিও। ৫১ থেকে ৫৪ মিনিটে পরপর তিনটি আক্রমণ কওে তারা ব্যর্থ হয়। উল্টো ৬৭তম মিনিটে জুভেন্টাসের আক্রমণ থেকে গোল প্রায় খেয়েই বসেছিল তারা। এরপর ৭৭ মিনিটে ডান দিক থেকে আক্রমণে উঠে লাজিও। যদিও সিরো ইমোবিল ডি বক্সেও কাছে গিয়ে শট নিলে তা প্রতিহত হয় জুভ ডিফেন্সে।

এরপর আর বলার মতো সুযোগ কোনো দলই সৃষ্টি করতে পারেনি। ফলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।