কোপা ইতালিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জুভেন্তাসকে হারিয়ে ১১ বছর পর শিরোপা ঘরে তুললো ইন্টার মিলান। বুধবার রাতে কোপা ইতালিয়ার ফাইনালে ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে জুভদের ৪-২ গোলে হারিয়েছে ইন্টার। ইতালিয়ান কাপে এটি ইন্টারের অষ্টম শিরোপা। তাদের চেয়ে বেশি এই শিরোপা জিতেছে কেবল রোমা (৯) আর জুভেন্টাস (১৪)।

ম্যাচের ৬ মিনিটেই নিকোলো বারেল্লার গোলে লিড পায় ইন্টার। প্রথমার্ধে আর কোন গোল না হলে ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় মার্তিনেজরা। শুরুর এই গোলের প্রথমার্ধে আর কোন গোল হয়নি। এগিয়ে থেকে বিরতিতে যাওয়া ইন্টার দ্বিতীয়ার্ধের সাত মিনিটের মাঝে দুই গোল হজম করে। ৫০ মিনিটে অ্যালেক্স সান্দ্রো এবং তার মিনিট দুয়েক পর জানুয়ারিতে ফিওরেন্টিনা থেকে জুভেন্টাসে আসা ডুসান ভ্লাহোভিচের গোলে এগিয়ে যায় তুরিনের দলটি।

অতিরিক্ত সময়ের নবম মিনিটে আবারও পেনাল্টি পেয়ে যায় ইন্টার, এবার ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ ঠাণ্ডা মাথায় স্পট কিক থেকে বল জালে পাঠান। এর মিনিট তিনেক পর বক্সের বাইরে থেকে পেরিসিচেরই টপ কর্নার ফিনিশে জুভেন্টাসকে ম্যাচ থেকে ছিটকে দেয় মিলানের দলটি।