উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলায় বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চেলসি। গতকাল (মঙ্গলবার) চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগ এ ২-০ গোলে জয় পায় চেলসি। আগের লেগ এ ১-০ গোলে বরুশিয়ার কাছে হেরেছিল তারা। দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে উঠলো চেলসি।

খেলার শুরু থেকেই লড়াই হয়েছে বাঘে-সিংহে। পরিসংখ্যান থেকে শুরু করে সবকিছুতেই সাম্যাবস্থান দুই দলের। তবে বল দখলের হিসাবে এগিয়ে ছিল বরুশিয়া। এরপরও ম্যাচের ৪৩ মিনিটে রহিম স্টার্লিংয়ের গোলে ১-০ তে লিড নেয় চেলসি। ১-০ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও বরুশিয়া কোনো গোলের দেখা পায়নি। ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কাই হ্যাভার্জ। ফলে ২-০ গোলে এগিয়ে যায় চেলসি। আর গোলের দেখা পায়নি কোনো দলই। নির্ধারিত সময় শেষে ২-০ গোলে জয় ড়তুলে নেয় চেলসি।  আগের লেগ এ চেলসি ১-০ তে হেরেছিল। দ্বিতীয় লেগ এ ২-০ তে জেতায় দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো চেলসি।

এদিকে ক্লাব ব্রুগকে ৫-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেনফিকা। দুই লেগে তাদের অগ্রগামিতা ৭-২ গোলের।