টানা ম্যাচ জয়ের সর্ব প্রথম বিশ্ব রেকর্ড সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের হাতে ছিল। গত মার্চে ২৮তম ম্যাচে চ্যাম্পিয়ন দল জয়লাভ করে এবং টানা ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়ে। সেবার তারা ভেঙে দেয় ওয়েলস প্রিমিয়ার লিগের ক্লাব দা নিউ সেইন্টসের (২০১৬-১৭ মৌসুমে) টানা ২৭ জয়ের রেকর্ড। শেষ পর্যন্ত নেইমার জুনিয়রের দল আল হিলাল জিতেছে একটানা ৩৪ ম্যাচ। যার জন্য এবার তারা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে।

পরবর্তীতে চলতি মৌসুমে ক্লাবটির দুটি শিরোপা জয় ও দুর্দান্ত পারফরম্যান্স উপলক্ষ্যে রিয়াদের কিংডম অ্যারেনায় স্টেডিয়ামে দর্শকদের জন্য উদযাপনের সুযোগ করে দেয় আল হিলাল। সেখানে গিনেজ কর্তৃপক্ষের দেওয়া সনদ হাতে সেখানে উপস্থিত হন ক্লাবটির প্রধান কোচ জর্জ জেসুস ও সভাপতি ফাহাদ বিন সাদ বিন নাফেল। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের অফিশিয়াল অ্যাডজুডিকেটর ক্যানজি দেফরাওয়ি জানিয়েছেন, আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার বিষয়টি উদযাপনে পুরো স্টেডিয়ামটি আলোকসজ্জায় পূর্ণ করা হয়েছিল।

বর্তমানে ইনজুরিতে থাকা এই ফরোয়ার্ড সেই সনদ নিয়ে অনুষ্ঠান শেষে ফুটবলারদের লাউঞ্জে বেশ কিছু ছবিও তুলেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গত গ্রীষ্মের মৌসুমে ফরাসি ক্লাব পিএসজি থেকে ৯০ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ানো হলেও, আল হিলালের হয়ে বেশি ম্যাচ খেলা হয়নি তার। ইনজুরির কারণে আসন্ন কোপা আমেরিকায়ও তাকে ছাড়াই খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

গত বছরের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে আল হিলাল টানা ৩৪টি ম্যাচ জিতেছে। যা পুরুষ ফুটবলের ইতিহাসে বিশ্বরেকর্ড। মার্চে নিজেদের ২৮তম টানা জয়ের ম্যাচে আল ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়েছিল আল হিলাল। সেদিনই টানা সর্বোচ্চ জয়ের রেকর্ডটি তারা নিজেদের দখলে নিয়ে নেয়। সর্বশেষ ১৭ এপ্রিল ২০২৩-২৪ মৌসুমের সবশেষ ম্যাচে আল-আইনের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হেরে যায় নেইমারের দলটি।