অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন , দেশের ক্রান্তিলগ্নে সবসময় পাশে ছিলো সশস্ত্র বাহিনী। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র ও জনতার পক্ষে দাঁড়িয়ে সেনাবাহিনী আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২১শে নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস বলেন, আন্দোলনের পরবর্তী সময়েও সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে জোরালো ভূমিকা রেখেছে। মানুষের জানমালের নিরাপত্তা দিয়েছে।