রাজধানীতে আবারও বেসরকারি এক হাসপাতালে খতনা করাতে গিয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে এ ঘটনা ঘটে।
মৃত আহনাফ তাহমিন আয়হাম (১০) মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় ওই হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে গত মঙ্গলবার রাতে অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. এস এম মুক্তাদিরের কাছে সšতানকে সুন্নতে খতনা করাতে নিয়ে আসেন তার বাবা ফখরুল আলম ও মা খায়কুন নাহার চুমকি। অ্যানেস্থেসিয়া দেওয়ার পর আর ঘুম ভাঙেনি আয়হামের। এর ঘণ্টাখানেক পর হাসপাতালটির পক্ষ থেকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।
শিশুটির পরিবারের অভিযোগ, লোকাল অ্যানেসথেসিয়া দেওয়ার কথা থাকলেও ফুল অ্যানেসথেসিয়া দেওয়া হয় আয়হামকে। ঘটনার পর কর্তব্যরত চিকিৎসক পালিয়ে গেছেন বলে জানা যায়।
আয়হামের বাবা ফখরুল আলম এই মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেন।
এদিকে খবর পেয়ে মেডিকেল সেন্টারটির দুই চিকিৎসককে গত রাতেই হাতিরঝিল থানায় নিয়েছে পুলিশ। সেখানে, উপপরিদর্শক আব্দুল কুদ্দুস বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্র¯তুতি চলছে।
উল্লেখ্য, গত ৮ই জানুয়ারি রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান মারা যায়। টানা সাত দিন লাইফ সাপোর্টে ছিলো আয়ান।