স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার ক্ষেত্রে আইনগত জটিলতা রয়েছে। এ ক্ষেত্রে আদালতের অনুমোদনের প্রয়োজন হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। প্রধানমন্ত্রী তার কথা চিন্তা করে দণ্ড স্থগিত করে বাসায় থেকে উন্নত চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। বাংলাদেশে সবচেয়ে ভালো ডাক্তার ও উন্নত একটি হাসপাতালে তিনি চিকিৎসা সেবা নিচ্ছেন।

আজ রোববার (২৪শে সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের আরো জানান, রোহিঙ্গারা শিবিরগুলো এখন আতঙ্কে পরিনত হয়েছে নিরপত্তার জন্য তারা হুমকি বলেও জানানো হয়েছে তাকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দীর্ঘ আশ্রয়ে কক্সবাজারের পরিবেশ প্রকৃতি বিনষ্ট হচ্ছে এমন তথ্যও জাতিসংঘের এই প্রতিনিধিকে জানানো হয়েছে।

নির্বাচনকালে বিদেশীদের নিরাপত্তার বিষয়ে নিয়ে জাতিসংঘের এই প্রতিনিধিকে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন আগামী জাতীয় নিয়ে নির্বাচন  নিয়ে সহিংসতার শংকা নেই বরং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসময় বেগম খালেদা বিদেশি নিয়ে চিকিৎসার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, বিদেশে নিতে আদালতের অনুমতি লাগবে। আইনের বাইরে কিছু করার সুযোগ নেই বলে স্পষ্ট জানান স্বরাষ্ট্রমন্ত্রী।