মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা ঠিক করাসহ সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ‘কালো পতাকা মিছিল’ করছেন।

শনিবার দুপুর সোয়া ১২টায় তারা শহীদ মিনারের সামনে থেকে মিছিল বের করেন। এরপর তারা হাই কোর্টের সামনে কদম ফোয়ারা সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। আন্দোলনকারীদের একটি অংশ শহীদ মিনারে ‘আমরণ অনশন’ চালিয়ে যাচ্ছেন।

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ নির্ধারণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে গত রবিবার থেকে আন্দোলন চালাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার তারা সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও যুক্ত করেছেন।

জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শনিবার দুপুরে মিছিল শুরু আগে বলেন, “আমাদের কালো পতাকা মিছিলটি কদমফোয়ারের সামনে গিয়ে সেখানে কিছুক্ষণ বিক্ষোভ করবে৷ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন সেখানে আমাদের সঙ্গে যুক্ত হবেন।

এদিকে আন্দোলনকারীরা রবিবার পরিবারের সদস্যদের নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। এর আগে গত ১২ অক্টোবর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে সোমবার থেকে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতিও পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা; দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।