বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অনেকগুলো দিকের উন্নতি হচ্ছে। সিটিস্ক্যান, ইসিজি ও আরও কিছু পরীক্ষার ফলাফল ভালো এসেছে। রোববার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (৬ ডিসেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, তার (খালেদা জিয়া) ভবিষ্যৎ শারীরিক অবস্থা কেমন হবে সেটির ওপরই মূলত তাকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি নির্ভর করছে।
তিনি বলেন, ‘খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। এদিকে, ওনার মেডিকেল বোর্ড বলেছেন, তাকে এখনি বিদেশে নেয়া সম্ভব নয়। বিদেশে নেয়াটা ওনার শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল। তবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে।’
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত এ চিকিৎসক বলেন, ‘মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত ছয় বছর ওনার চিকিৎসা করেছেন। এখনো অত্যন্ত দৃঢ়তা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। শুধু দেশের নয় বিদেশের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।’
অন্যদিকে বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেয়ার জন্য প্রস্তুত রাখা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসবে এবং পরদিন বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা ত্যাগ করতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এদিকে, বোর্ডের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে রোববার রাতে সাংবাদিকদের বলেন, ম্যাডাম আগের তুলনায় ভালো আছেন। আমরা তাঁকে এখানেই সর্বোচ্চ চেষ্টা করে চিকিৎসা দিচ্ছি। আমরা বিশ্বাস করি, তিনি দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হতে পারেন। তিনি এর আগেও আরও সংকটাপন্ন অবস্থায় ছিলেন এবং সেখান থেকেও সুস্থ হয়েছেন। তাঁকে লন্ডনে নেওয়া প্রয়োজন নাও হতে পারে।’
ডাক্তারের মতে, খালেদা জিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সূচকের উন্নতি হয়েছে। ‘রবিবার সিটি স্ক্যান, ইসিজিসহ আরও কিছু পরীক্ষা করা হয়েছে, এবং সেগুলোর ফল আগের চেয়ে ভালো এসেছে, তিনি যোগ করেন।
সিসিইউতে কতদিন তাঁকে রাখতে হবে—এ বিষয়ে তিনি বলেন, এটি পুরোপুরি নির্ভর করছে তাঁর সুস্থতার অগ্রগতির ওপর। “দেশি-বিদেশি চিকিৎসকেরা সর্বোচ্চ মানের চিকিৎসা দিচ্ছেন। তাঁর ছেলের স্ত্রী, ডা. জুবাইদা রহমান, সার্বক্ষণিকভাবে চিকিৎসার সমন্বয় করছেন এবং আরও কয়েক দিন বাংলাদেশে থাকবেন।”
এদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী রবিবার রাতে বলেন, মেডিকেল বোর্ডের চূড়ান্ত সুপারিশ পেলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।












