চট্টগ্রামে করা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল করেছেন হাইকোর্ট। একই সাথে বিএনপি নেতা অ্যানি চৌধুরীর বিরুদ্ধে করা ৬ মামলাও বাতিল করা হয়েছে।
আজ বুধবার (১৩ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বযে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করেছেন তাদের আইনজীবীরা।
২০১৬ সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের এসব মামলা দায়ের করেন।