উন্নত চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্র করছে সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। খালেদা জিয়াকে অবিলম্বে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান তারা। আজ (রোববার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতাকর্মীরা এ দাবি জানান।

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর যৌথ সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করছেন উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল ১০টা থেকে এই সমাবেশ করার পূর্ব ঘোষণা ছিল। তবে ঘোষিত সময়ের আগেই সমাবেশ শুরু হয়।  ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থলের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সমাবেশ থেকে খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে তাকে দেশের বাইরে পাঠানোর দাবি জানান দলটির নেতারা।

খালেদা জিয়া গত শুক্রবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রামের পর তার হার্টে একটি স্টেন্ট (রিং) পরানো হয়েছে। গতকাল শনিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার ‘মাইল্ড হার্ট অ্যাটাক’ হয়েছে। হাসপাতালে ভর্তির পর এনজিওগ্রাম করতে গিয়ে দেখা গেছে, খালেদা জিয়ার হৃৎপিণ্ডের মূল রক্তনালিতে ৯৯ শতাংশ ব্লক রয়েছে। পরে সফলভাবে সেখানে রিং বসানো হয়েছে।