বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলায় খুলনা টাইগার্সকে ৬৫ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তানজিদ তামিমের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে ১৯.৫ ওভারে মাত্র ১২৭ রানেই গুটিয়ে যায় খুলনা। এই জয়ে প্লে-অফ নিশ্চিত হয়েছে চট্টগ্রামের।

টসে জিতে প্রথমে ব্যাটে নামে চট্টগ্রাম। শুরুতেই উইকেট হারিয়ে ধাক্কা খায় দলটি। ওপেনার মোহাম্মদ ওয়াসিম ৭ বল খরচ করে রান করেন মাত্র ১। তবে সৈকত আলীকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান তামিম। ১৭ বলে ১৮ রান করে সৈকত বিদায় নিলেও বোলারদের নিস্তার দেননি তামিম। তুলে নেন তাঁর টি-২০ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

তামিমকে দারুণ সঙ্গ দিয়েছেন টম ব্র“স। ৮টি করে চার ও ছক্কা হাকিয়ে ১১৬ রান করে তামিমের বিদায়ের পর ব্রুস শক্ত হাতে হাল ধরেন। শেষ পর্যন্ত ২৩ বলে ৩৬ রান করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি।

রোমারিও শেফার্ডের ৫ বলে ১০ ও শুভাগত হোমের ৩ বলে ৭ রানের দুই ইনিংসের ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান দাঁড়ায় চট্টগ্রামের সংগ্রহ। খুলনার হয়ে নাসুম, মুকিদুল, হোল্ডার এবং পার্নেল একটি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে পারভেজ হোসেন ইমনকে হারায় খুলনা। এরপর অধিনায়ক এনামুল হক বিজয় ও শাই হোপের ব্যাটে ভালোই খেলছিল দলটি। ২৪ বলে ৩৫ রান করে বিজয় ও ২১ বলে ৩১ রান করে হোপ বিদায় নিলে ম্যাচ কঠিন হয়ে যায় খুলনার জন্য।

জেসন হলদার ১৭ বলে করেন ১৮ রান। তবে অন্যদের আর কেউই পাননি দুই অঙ্কের দেখা। শেষপর্যন্ত ১৯.৫ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় খুলনার ইনিংস। চট্টগ্রামের হয়ে শুভাগত হোম তিনটি ও বিলাল খান দুটি উইকেট লাভ করেন।