খুলনার বয়রা এলাকায় আয়কর বিভাগের নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কাজ করার সময় তারা ভবন থেকে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- মো. আশরাফুল, মামুন ও রাব্বি। তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে নির্মাণাধীন ভবনটির ছাদে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় অসাবধানতাবসত আশরাফুল, মামুন ও রাব্বি ছাদ থেকে পড়ে যান। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

খুলনা সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান বলেন, নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় তিন জন শ্রমিক পড়ে আহত হয়। পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।