খুলনার দিঘলিয়া উপজেলার যোগীপোলের সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ জুন) দিবাগত রাতে কুয়েট পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ যোগিপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সোয়া ১১টার দিকে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন কুয়েট পকেট গেটের সামনে মো. আরিফ হোসেনকে (৪০) সন্ত্রাসীরা একটি কালো রঙের মোটরসাইকেলে হেলমেট পড়ে এসে এলোপাথাড়ি গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে তার মাথার বাম কানের পাশে, বুকের বাম পাশে ও বাম বোগলের নিচে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

dhakapost

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, রাত ১১টার পর কুয়েট পকেট গেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন মারা গেছেন। যদিও ঘটনাটি আড়ংঘাটা থানা এলাকায় ঘটেছে। আমরাও ঘটনাস্থলে এসেছি।