বাংলাদেশে ছাত্র ও শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলার মধ্যে ‘নানা ধরনের’ ষড়যন্ত্র নিয়ে সতর্ক করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব তারেক রহমান এসব কথা বলেন।

“বিতাড়িত ‘স্বৈরাচার‘ ও তাদের ‘দোসরচক্র’ নানা কৌশলে আবার মাথাচাড়া দিয়ে উঠার অপচেষ্টা শুরু করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘অপশক্তি’ দেশের ভেতরে এবং বাইরে থেকে ‘বাংলাদেশের পক্ষের শক্তি’র মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে।

“তবে সবাই যদি আমরা সতর্ক থাকি, বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বুঝাবুঝির অবকাশ থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

এসময় তিনি আন্দোলনে হতাহত সাংবাদিকদের সহায়তার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন বিএনপির পক্ষ থেকেও দলীয়ভাবেও সহায়তা করা হবে। চাকুরিচ্যুত সাংবাদিকদের সহায়তার আহ্বানও জানান তিনি।

তারেক রহমান বলেন স্বৈরচারের সময় বস্তুনিষ্ঠতা হারিয়ে গিয়েছিলো।  আওয়ামীলীগ ও গণতন্ত্র একসাথে যায় না। লাখ লাখ নেতাকমীদের বাড়ি ছাড়া করেছিলো তারা। বিনা দোষে জেলে রেখেছিলেন খালেদা জিয়াকে।

তিনি বলেন সংস্কারের পাশাপাশি যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। একটি দল ক্ষমতায় যাবার জন্য জন্য নির্বাচন নয়, দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেয়ার জন্য নির্বাচন দিতে হবে।

তারেক রহমান বলেন ইসি গঠন নির্বাচনের পথে আগানোর গুরুত্বপূর্ণ ধাপ। সংস্কার কার্যকর করতে চাইলে জনগণের দুর্দশা লাঘব করতে হবে।