দেশে সম্পূর্ণভাবে একনায়কতন্ত্র ও একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য ভয়াবহ রকমের চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মুক্তচিন্তার অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন করছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (রোববার) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে ক্ষমতাসীনদের কারণে জনগন চিন্তা ও কথা বলার স্বাধীনতা থেকে বঞ্চিত। দেশে পরিকল্পিতভাবে একনায়কতন্ত্র ও একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন তিনি।

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে কর্মসূচি চূড়ান্ত করতে আজ (রোববার) নয়াপল্টনে বিএনপি’র যৌথসভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে পালনে আলোচনা সভা ও প্রভাতফেরীসহ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। ক্ষমতাসীনরা প্রতিনিয়ত দেশের মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার হরণেই ব্যস্ত।

বিদ্যুৎ-গ্যাস-নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনে ১০দফা দাবি আদায়ে জনসম্পৃক্ততা বাড়াতে ইউনিয়ন ও মহানগরের পর এবার জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালনের কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।