পবিত্র রমজান মাসে প্রয়োজন অনুযায়ী পণ্য কেনার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ (মঙ্গলবার) রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে ‌‌বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে  তিনি এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, অনেকে ভাবেন সামনে রমজান মাস, তার আগেই এক মাসের জন্য সবকিছু কিনে নিতে হবে। এরকম হলে তো সরবরাহ ঠিকমতো থাকে না। সরবরাহ একটা নিয়মের মধ্যে চলে। প্রতিদিন, প্রতি সপ্তাহে একটা নিয়মের মধ্যে সরবরাহ চলে। ক্রেতারা এ বিষয়ে একটু আপস করে চলতে হবে। যার যতটুকু লাগবে, ততটুকু নিলেই হয়।

তিনি আরও বলেন, এ মাসে কেউ কোথাও মজুত করছে কি না এ বিষয়টি নজরে রাখতে হবে।   এ সময়ে সকলের সহযোগিতা চান তিনি।

পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে তিনি বলেন, পবিত্র মাসটিতে সকলের সংযমী হওয়া উচিত। যখন পণ্যের দাম বাড়ে তখন হু হু করে বাড়ে। কমতে সময় লাগে।

প্রধানমন্ত্রী সবসময় বলেন, সব দিন একরকম যায় না। ডলার টাকা ডি-ভ্যালু হচ্ছে। সবাই এর মধ্যেই পড়েছে। বাইরের দেশের তুলনায় এখানে কম পড়েছে। দরিদ্র দেশ বিধায় কষ্টটা বেশি অনুভব করা যাচ্ছে।

বড় উৎসকগুলোতে বিদেশে ছাড় দেয়, সাহায্য করে। আমাদের দেশে সেই প্রভাবটা নেই বলেও জানান তিনি।