সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার (৬ মে) রাতে দলীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে গণঅধিকার পরিষদের যুগ্ন আহ্বায়ক রাসেদ খাঁন বলেন, গণতন্ত্রমঞ্চে থাকাবস্থায় নানা ধরনের সমালোচনা হচ্ছিল। তাই গণঅধিকার পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। গণঅধিকার পরিষদ এখন থেকে স্বতন্ত্রভাবে যুগপৎ আন্দোলনে শামিল হবে।
২০২২ সালের ৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনাতয়নে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশের ঘটে।
গণতন্ত্র মঞ্চের সাতটি দল হলো- আ স ম আবদুর রবের নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে নাগরিক ঐক্য, সাইফুল হকের নেতৃত্বে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জোনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলন, ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে গণ অধিকার পরিষদ, রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে ভাসানী অনুসারী পরিষদ ও হাসনাত কাইয়ুমের নেতৃত্বে রাষ্ট্র সংস্কার আন্দোলন।
গণতন্ত্রমঞ্চের পথচলার শুরু থেকেই নানা বিষয় নিয়ে গণঅধিকার পরিষদের মতবিরোধ চলে আসছিল। গণঅধিকার পরিষদ বের হয়ে যাওয়ায় এখন গণতন্ত্রমঞ্চে ছয়টি দল অবশিষ্ট থাকল।