রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিগগিরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রধানমন্ত্রীর।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজমের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান সরকার প্রধান।

বাজার তদারকি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধেআইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। সংসদে প্রশ্নোত্তর পর্বে অবৈধ মজুদকারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুল্ক প্রত্যাহারসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। সকলকে সংযমী হওয়া এবং গুজবে কান না দেয়ার আহবানও জানান প্রধানমন্ত্রী।

স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে শুরুতেই ছিল প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। ৩০ মিনিটের এই পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।

ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজমে প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে।

আরেক সম্পূরক প্রশ্নের জবাবে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিরোধী দলের চিপ হুইফের প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, নিত্যপণ্যের দাম বাড়ানোর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টসহ বিভিন্ন আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, সেহ্রি ও তারাবির সময় বিদ্যুতের কোন ঘাটতি থাকবে না। বিদ্যুৎ খরচে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

রোজার মূল উদ্দেশ্য সংযম, তাই সবাইকে সংযমী হওয়া এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।