ভারতের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়লো দিল্লির তাপমাত্রা। বুধবার (২৯ মে) দুপুরে ভারতীয় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা গোটা ভারতের ইতিহাসেই সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা।

ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি, দ্য ইকোনমিক টাইমসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

দেশটির আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন-চারদিন এরকমই তাপপ্রবাহ চলবে রাজধানীতে। একইসঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়েও প্রচণ্ড গরম থাকবে।

রেড এলার্ট জারি করা হয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা,  পঞ্জাব, হরিয়ানা, গুজরাটের বিস্তীর্ণ অংশে।

তবে স্বস্তির বিষয়, এই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হওয়ার পরই দিল্লিতে নেমেছে বৃষ্টি। দেশের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করার দুই ঘণ্টা পরই, রাজধানীতে বৃষ্টি নেমেছে। এতে চরম তাপ থেকে কিছুটা স্বস্তি পেয়েছে দিল্লিবাসী।

এই তাপদাহ থেকে কিছুটা রেহাই পেতে বিশেষ ব্যবস্থা নিয়েছে দিল্লি সরকার। এই অবস্থায় পানির অপচয় রোধ হোস পাইপ দিয়ে গাড়ি ও আবাসন ধোওয়া বন্ধ করা হয়েছে। অমান্যকারীকে ২ হাজার টাকা জরিমানা দিতে হবে।

পানি ব্যবহার তদারকিতে ২০০টি দল শহরে ঘুরে বেড়াবে। তারা বিভিন্ন প্রতিষ্ঠান ও আবাসনে গিয়ে নজরদারি করবে। পানীয় জলের সরবরাহে যাতে বিঘœ না ঘটে তার দিকেও নজর রাখবে এই দল। বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই তারা কাজ শুরু করবে।

এদিকে, দিল্লির গভর্নর ভিকে সাক্সেনা নির্দেশ দিয়েছেন নির্মাণ শ্রমিক ও দিনমজুরদের দুপুরের পর মজুরিসহ ছুটি দিয়ে দিতে হবে। দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত তাদের কাজ করানো চলবে না। যতক্ষণ না তাপমাত্রা ৪০ ডিগ্রির নীচে নামে, ততদিন পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। নির্মাণকার্য এলাকার কাছে পর্যাপ্ত খাবার পানি এবং ডাবের পানির ব্যবস্থা রাখার কথাও জানিয়েছেন। এছাড়া, বাস টার্মিনালগুলো এবং বাসস্টপে পানীয় জলের ব্যবস্থা রাখতে বলেছেন সাক্সেনা। সেখানে অস্থায়ী ছাউনি গড়ে তুলতেও নির্দেশ দিয়েছেন।