ফিলিস্তিনির গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও একদিন বেড়েছে। এর ফলে আরও একদিন ইসরাইলের বর্বরতার হাত থেকে রেহাই পাওয়ার সুযোগ তৈরি হলো গাজাবাসীর। তবে, গাজায় যুদ্ধবিরতি চললেও অধিকৃত পশ্চিম তীরে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা। এদিকে, যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোসহ নানা বিষয় নিয়ে আলোচনা করতে তেল আবিব গেছেন গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
বৃহস্পতিবার ভোর পাঁচটা পর্যন্তও ইসরাইলের হামলার আতঙ্ক তাড়া করছিলো গাজার মানুষদের। কারণ ছয়দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার সময় এগিয়ে আসলেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার সম্ভবনা দেখা যাচ্ছিলো না। তবে অবশেষে কাতার ও মিসরের চেষ্টায় যুদ্ধবিরতির মেয়াদ আরও একদিন বাড়াতে সম্মত হয়েছে ইসরাইল।
এর আগে, যুদ্ধবিরতির ষষ্ঠ দিনে বুধবার আরও ১৬ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এদের মধ্যে ১০জন ইসরাইলি, দুইজন থাই ও দুইজন রাশিয়ান। বিনিময়ে ইসরাইলের কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে ৩০ নারী ও শিশু ফিলিস্তিনিকে। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই ছয়দিনের যুদ্ধবিরতিতে মোট ৯৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। আর ২১০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে তেল আবিব।
এদিকে, গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো নিয়ে আলোচনার জন্য ইরাইইলে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিঙ্কেন। পাশাপাশি তিনি গাজায় মানবিক সহায়তা পাঠানোর উপায় নিয়েও আলোচনা করবেন।
গাজায় যুদ্ধবিরতি চললেও অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে দুই শিশুসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে, জেরুজালেমে বন্দুকধারীদের গুলিতে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় পুলিশের গুলিতে সন্দেহভাজন দুই বন্দুকধারী নিহত হয় বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ।