এক দিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় আরও ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪০ হাজার সাড়ে ৮শ’ ছাড়ালো।

এদিকে, এক বিবৃতিতে হামাস জানিয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে নিলেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজার ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহার না করার সিদ্ধান্তের কারণেই আটকে আছে চুক্তি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়েই যাচ্ছে ইসরাইল। দিনদিন বাড়ছে নিহতের সংখ্যা। ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বহু মানুষ। উদ্ধার সরঞ্জামের অভাবে কাজ করতে পারছে না উদ্ধারকারীরা। বৃহস্পতিবার সকালেও আল আকসা হাসপাতাল ও ফারা শরণার্থী শিবিরে বোমা হামলা করেছে ইসরাইল।

টানা ৯দিন ধরে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের অভিযানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। পূর্ব জেনিনে অন্তত ৪ হাজার বাসিন্দাকে বন্দুকের মুখে ঘর ছাড়তে বাধ্য করেছে ইসরাইলি সেনারা। এ বিষয়ে জাতিসংঘ বলছে, অধিকৃত পশ্চিম তীরে বেসামরিকদের বিরুদ্ধে যুদ্ধের কৌশল ব্যবহার করছে ইসরাইল।

এদিকে, এক বিবৃতিতে হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে হামাস, তাই নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের প্রয়োজন নেই। কিন্তু ইসরাইলের সদিচ্ছার অভাবে চুক্তি আটকে আছে। এছাড়া, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহার না করায় যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছে হামাস। আপস্…

এছাড়া, ইসরাইলে সরকারবিরোধী বিক্ষোভে অব্যাহত রয়েছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দিদের মুক্তির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে হাজারো ইসরাইলি।

আল জাজিরা আরও জানিয়েছে, আল-আকসা শহীদ হাসপাতালের কাছে তাঁবুতে বাস্তুচ্যুত লোকদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে।

‘মানবিক অঞ্চল’ ঘোষিত আল-মাওয়াসি এলাকায় হামলায় একজন নিহত এবং ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।