ফিলিস্তিনের গাজা ও লেবাননে সমানতালে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। প্রতিদিনের এই হামলায় প্রাণ হারাচ্ছে বহু মানুষ। ইসরাইলের এই বর্বরতার বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে উন্নত দেশগুলোর অর্থনৈতিক জোট জি-টুয়েন্টির নেতারা।
ইসরাইল ও লেবাননের যুদ্ধবিরতির পরিকল্পনার মধ্যেই লেবাননের বৈরুতে টানা দ্বিতীয় দিনের মত হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। এতে ৫ জন নিহত ও ৩১ জন আহত হন। পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহও। তাদের হামলায় ইসরাইলের উত্তরাঞ্চলের কয়েকটি অকাঠামো বিধ্বস্ত হয়ে গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
এছাড়া গাজাতেও বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা, তাদের হামলায় গত ২৪ ঘণ্টায় ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় ত্রাণ সরবরাহকারী ১০৯টি ট্রাক লুট। ইসরাইল নিয়ন্ত্রিত কেরেম শেলম ক্রংসিয়ে বন্দুকের মুখে সব খাদ্য লুট করা হয়েছে বলে অভিযোগ করে জাতিসংঘের ফিলিস্তিনের শরনাথী বিষয়ক সংস্থা-ইউএনআরডব্লিউএ।
এদিকে, ফিলিস্তিনের গাজা ও লেবাননে মানবিক বিপর্যয়ে বিশ্ব নেতাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ অবস্থায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন উন্নত দেশগুলোর অর্থনৈতিক জোট জি-টুয়েন্টির নেতারা।