১৭ দিন ধরে ফিলিস্তিনের উত্তর গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরাইলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় উত্তর গাজায় নিহত হয়েছে ৪৪ ফিলিস্তিনি। ১৭ দিনে সেখানে মোট ৬৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

সোমবার উত্তরের জাবালিয়া প্রিপারেটরি স্কুলকে লক্ষ্য করে আর্টিলারি গোলাবর্ষণ চালায় ইসরাইল। এতে নিহত হয়েছে ১০ ফিলিস্তিনি। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত এই স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

এছাড়া, উত্তর গাজার আরেক শহর বেইত হানুনের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি আশ্রয়কেন্দ্রে ইসরাইলি সামরিক বাহিনী বোমা হামলা চালিয়েছে। বেইত হানুনে ইসরাইলি হামলায় নিহত হয়েছে তিনজন।

এদিকে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ইসরাইল মানবিক মিশনগুলোকে খাদ্য ও ওষুধ সহ গুরুত্বপূর্ণ সরবরাহ সহ উত্তর গাজায় পৌঁছাতে বাধা দিচ্ছে। ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলো বিদ্যুৎহীন অবস্থায় পড়ে আছে। আহত ব্যক্তিদের দেয়া যাচ্ছে না চিকিৎসা সেবা। সেখানকার আশ্রয়কেন্দ্রগুলোতে এতই ঠাসাঠাসি অবস্থা যে মানুষ টয়লেটে থাকতে বাধ্য হচ্ছে।

ইসরাইলি সামরিক বাহিনী উত্তর গাজার কিছু অংশে এক সপ্তাহ ধরে আক্রমণ জোরদার করছে। কারণ তারা বলছে, হামাস যোদ্ধারা সেখানে পুনর্গঠিত হয়েছে। সোমবার বাসিন্দারা এবং চিকিৎসকরা জানিয়েছে, ইসরাইলি বাহিনী হাসপাতাল এবং আশ্রয়কেন্দ্র অবরোধ করছে।

তবে ইসরাইলি বাহিনীর দাবি, হাসপাতলগুলো চালু আছে এবং তারা বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার সুবিধা দিচ্ছে। কিন্তু সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানায় তারা।