রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশে ক্রেমলিনে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। তবে কিয়েভের এই হত্যাচেষ্টা ব্যর্থ হয়েছে বলে ক্রেমলিনের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
রুশ প্রেসিডেন্টের সদর দফতর ক্রেমলিনের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে এবং রাশিয়ার বার্তা সংস্থাগুলোও এমন তথ্য জানিয়েছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, পুতিন আহত হননি।
রাশিয়ান বার্তা সংস্থা তাস জানিয়েছে, রুশ প্রেসিডেন্টের সদর দফতর থেকে বলা হয়েছে যে তারা এই ইউক্রেনীয় ড্রোন হামলার প্রতিশোধ নিবে।
ক্রেমলিন এই হামলাকে একটি পরিকল্পিত উগ্রবাদী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে এবং ৯ মে তারিখের বিজয় দিবসের প্রাক্কালে রুশ প্রেসিডেন্টকে হত্যার প্রচেষ্টা হিসেবে মূল্যায়ন করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ এমন তথ্য জানিয়েছে। তবে এই ভয়াবহ হামলার পরেও পুতিন তার দেশের বিজয় দিবসের কর্মসূচি পরিবর্তন করেননি এবং যথারীতি তার বিভিন্ন (রাষ্ট্রীয়) কাজ করছেন।
সংবাদমাধ্যম আরআইএ আরও জানিয়েছে, হামলার সময় পুতিন ক্রেমলিনে ছিলেন না। তিনি মস্কোর বাইরে তার নভো ওগারিওভো বাসভবনে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন।
এ ড্রোন হামলার বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।