ফিলিস্তিনের গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ চালিয়েই যাচ্ছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ১৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এনিয়ে নিহতের সংখ্যা পৌঁছেছে ২৪ হাজার ৬২০ জনে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৭২ জন নিহত এবং ৩২৬ জন আহত হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না।

মন্ত্রণালয় বলেছে, উদ্বাস্তু শিবিরে ভিড় এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাবের কারণে চিকিত্সকরা হেপাটাইটিস সিতে আক্রান্ত আট হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে নথিভুক্ত করেছেন।

৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে। হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে বলে তেল আবিব জানিয়েছে।

গাজায় গত ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ২৪ হাজার ৬২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬১ হাজার ৮৩০ জন। প্রায় প্রতিদিনই শত শত ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী।