ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা থামছেই না। গত ২৪ ঘণ্টায় তাদের হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৬৯ জন। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালায় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৭ হাজার ৫৫১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া হামলায় আরও ৮৫ হাজার ৯১১ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই নিহতদের মতো-নারী এবং শিশু।

আট মাসেরও বেশি সময় ধরে ইসরাইলি হামলার কারণে গাজা এখন ধ্বংসস্তূপ। সরঞ্জামের অভাবে ধ্বংসাবশেষের নিচে আটকা পড়াদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না। ফলে নিখোঁজও রয়েছেন অসংখ্য মানুষ।

গত ৭ই অক্টোবর হামাস ইসরাইলের আন্তঃসীমান্তে হামলা করলে এর প্রতিশোধ নিতে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জানানো প্রস্তাব পাশের পরও আক্রমণ অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল।