মধ্য গাজার দেইর-এল-বালাহতে ত্রাণ বিতরণের পর ইসরাইলের বিমান হামলায় ৫ ত্রাণকর্মী নিহত হয়েছে।এদের একজন ফিলিস্তিনি, আর অন্যরা পোল্যান্ড, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের নাগরিক। মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন -ডব্লিউসিকে এর হয়ে গাজায় ত্রাণ সহায়তার কাজ করছিলেন তারা।
সাইপ্রাস থেকে আসা ত্রাণ বিতরণ শেষে রাফাহ শহরে নিজেদের গেস্ট হাউজে ফেরার পথে তাদের গাড়ি বহরে হামলা চালানো হয়। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গাজায় নির্বিচার হত্যা বন্ধ করতে ইসরাইলকে আহ্বান জানিয়েছে ডব্লিউসিকে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নিজেদের সহকর্মী নিহতের ঘটনা নিশ্চিত করেছেন ডব্লিউসিকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা শেফ জোসে আন্দ্রেস। তিনি বলেছেন, এই কর্মীরা এর আগে ইউক্রেন, তুরস্ক, মরক্কো, বাহামাস ও ইন্দোনেশিয়ায় কাজ করেছে।
হামলার তীব্র নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এ ঘটনার সম্পূর্ণ জবাবদিহিতা চাইতে অস্ট্রেলিয়ার ইসরাইলি রাষ্ট্রদূতের সাথে যোগাযোগও করেছেন।
সংঘাত চলতে থাকায় গত অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় মানবিক সহায়তায় নিয়োজিত শত শত কর্মী, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে।