ফিলিস্তিনের গাজায় গত ৯ মাস ধরে চলা ইসরাইলি অভিযানে এ পর্যন্ত ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সাময়িকী ল্যানসেটের দাবি, ইসরাইলি হামলায় এ পর্যন্ত গাজায় নিহতের প্রকৃত সংখ্যা ১ লাখ ৮৬ হাজারের বেশি।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদেন বলা হয়েছে, দাপ্তরিকভাবে নিহতের যে সংখ্যা প্রচার করা হচ্ছে, সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস ভবনগুলোর নিচে চাপা পড়া এবং খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাবে মৃতদের হিসাবে ধরা হয়নি। তাদের হিসাবে ধরলে নিহতের সংখ্যা ১ লাখ ৮৬ হাজারের বেশি হবে।

ল্যানসেটের ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের সময় সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব পড়ে খাদ্য সরবরাহ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবায়। যারা যুদ্ধে হামলায় নিহত হন তাদের তুলনায় খাবার ও চিকিৎসার অভাবে মৃতের সংখ্যা অনেক বেশি। গত ৯ মাসে যুদ্ধে গাজায় যে যত ক্ষতি হয়েছে এই মুহূর্তে যুদ্ধ বন্ধও হলেও মৃত্যু থামবে না। আরও বেশ কিছুদিন গাজায় খাদ্য ও চিকিৎসাজনিত কারণে মৃত্যু ঘটতে থাকবে।

ল্যানসেট বলছে, যুদ্ধে গুলি বা হামলায় যত মানুষ সরাসরি নিহত হয় পরোক্ষভাবে নিহত হয় তার চেয়ে অনেকগুণ বেশি মানুষ। প্রতি একজন সরাসরি নিহতের সঙ্গে পরোক্ষভাবে নিহতের সংখ্যা অন্তত চারজন ধরা হয়- একটি সাধারণ স্বীকৃত সিদ্ধান্ত অনুযায়ী। সে হিসেবে গাজার মোট জনসংখ্যার (২৩ লাখ) ৮ শতাংশ গত ৯ মাসে নিহত হয়েছে।