জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় পলিও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে তিন দিন সীমিত সময়ের জন্য মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল। ডব্লিউএইচও বলছে, এই তিনদিন স্থানীয় সময় সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখার লক্ষ্যে চুক্তি করা হয়েছে।
সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস জানান, পহেলা সেপ্টেম্বর থেকে টিকার জন্য সীমিত যুদ্ধে বিরতি শুরু হবে। পয়োব্যবস্থার অভাব, স্বাস্থ্যসেবায় প্রতিবন্ধকতা ও টিকাসংকটে গাজায় দ্রুত পলিও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভাইরাসটি ইসরাইলেও ছড়াতে পারে বলে সতর্ক করা হয়েছে। এছাড়া জাতিসংঘের কর্মকর্তারা বলেন, তাদের ইসরাইলি কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে তিন দিনের মধ্যে টিকাদান কর্মসূচি শেষ করা সম্ভব না হলে তাদের অতিরিক্ত সময় দেওয়া হবে। টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতিসংঘের দুই হাজারের বেশি কর্মী প্রস্তুত আছেন।
জাতিসংঘের কর্মকর্তারা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি টিকাদান কর্মসূচির জন্য অনুরোধ জানিয়ে আসছিলেন। তাদের তীব্র চাপের মুখে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস পলিও টিকাদানের জন্য ইসরাইলের মানবিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির কর্মকর্তা বাসেম নাইম বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, টিকাদান কর্মসূচি বাস্তবায়নে আন্তর্জাতিক সংস্থাগুলোকে সহায়তা করতে প্রস্তুত হামাস।