মিশরের রাফা সীমান্তে ৫ দিন আটকে থাকার পর গাজায় প্রবেশ করেছে ত্রাণবাহী ২০টি ট্রাক। শিগগিরই গাজাবাসীর কাছে আরও সহায়তা পৌঁছানোর আশ্বাস দিয়েছে জাতিসংঘ।
হামাস-ইসরাইল সংঘাতে কয়েক লাখ বাস্তুহারা লোকজনকে মানবিক সহায়তা দেওয়ার জন্য ট্রাকগুলো সারিবদ্ধভাবে রাফা সীমান্তের মিশর অংশে প্রস্তুত ছিল। বার্তা সংস্থা এএফপি বলছে, রাফা সীমান্তে মিসরের অংশে প্রয়োজনীয় ওষুধ, খাবার এবং পানিসহ ১৭৫টি ট্রাক অপেক্ষা করছে।
শনিবার সকালে রাফা সীমান্তের মিশর প্রান্ত খুলে দেয়া হয়। অবশ্য বিশটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের পরই বন্ধ করে দেয়া হয়েছে সীমান্ত। তবে সেখানে অপেক্ষারত কোনো ফিলিস্তিনিই সীমান্ত পার হতে পারেননি।
যদিও রেড ক্রিসেন্টের মানবিক সহায়তা কর্মীরা বারবার বলে আসছেন, এই ২০টি ট্রাকের ত্রাণ সহায়তা চাহিদার তুলনায় খুবই সামান্য। একে ‘সমুদ্রে এক ফোটা পানির সমতুল্য’ হিসেবে অভিহিত করেছেন তারা।