গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে প্রাণহানি ৩১ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৭২ হাজারেরও বেশি মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে ৭২ শতাংশই নারী ও শিশু।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধে নিহতদের মধ্যে ১৩ হাজার ‘সন্ত্রাসী’। গাজার দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

জার্মানির বিল্ড সংবাদপত্রে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, দক্ষিণ গাজার রাফাতে ইসরাইলের আক্রমণ বাড়ানোই হচ্ছে হামাসকে পরাজিত করার মূল চাবিকাঠি।

তিনি বলেন, আমরা বিজয়ের খুব কাছাকাছি। রাফাতে অবশিষ্ট সন্ত্রাসী ব্যাটালিয়নের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া শুরু করলে, কয়েক সপ্তাহের মধ্যেই বিজয় অর্জন সম্ভব।

অবশ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার মিত্ররা নেতানিয়াহুকে জোরালো ভাষায় রাফাতে বড় আক্রমণ না করার অনুরোধ জানিয়েছেন। গাজার ২৩ লাখ মানুষের অর্ধেকের বেশি বর্তমানে রাফা শহরে আশ্রয় নিয়েছে।