গাজায় কার্যকর যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নতুন হামলা চালিয়েছে। শনিবার (২৫ অক্টোবর) আইডিএফের প্রেস সার্ভিস জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত এলাকায় ইসলামিক জিহাদ সংগঠনের একজন সদস্যকে লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট ও সীমিত আকারের’ হামলা চালানো হয়, যিনি ইসরায়েলি সেনাদের ওপর আসন্ন সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন বলে দাবি করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, গতকাল শনিবার রাতে গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালিয়ে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। স্থানীয় আল-আওয়াদা হাসপাতাল এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তাদের ওই হামলার লক্ষ্য ছিল ইসলামিক জিহাদ আন্দোলনের এক সদস্যকে হত্যা করা।
এদিকে, গাজার ধ্বংসস্তূপে ফিরে আসা সাধারণ ফিলিস্তিনিদের জীবন আরও অনিশ্চিত হয়ে পড়ছে। শনিবার গাজা শহরের একটি ক্ষতিগ্রস্ত ভবন ধসে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার (২৬ অক্টোবর) সকাল থেকেই গাজার পূর্বাঞ্চলজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এতে ধারণা করা হচ্ছে, ইসরায়েলি বাহিনী আবারও ভারী বিস্ফোরক অস্ত্র ব্যবহার শুরু করেছে।
বিশেষ করে পূর্ব দেইর আল-বালাহ ও আল-জুয়াইদা এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এতে করে ইসরায়েলি সেনাদের ঘোষিত প্রত্যাহার সীমারেখার বাইরেও ছড়িয়ে পড়েছে।
নুসেইরাতের সাম্প্রতিক হামলার পর স্থানীয়দের মধ্যে নতুন করে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, যুদ্ধবিরতি থাকলেও এখনো আকাশ থেকে যেকোনো মুহূর্তে ড্রোন হামলা নেমে আসতে পারে। একজন বাসিন্দা বলেন, এখনো কোনো নিরাপত্তা নেই, যুদ্ধবিরতি কেবল কাগজে আছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার তার এশিয়া সফরের পথে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে কাতারি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। পরে সাংবাদিকদের তিনি জানান, গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা এখন দ্রুত এগোচ্ছে। তার ২০ দফা গাজা পরিকল্পনার অংশ হিসেবে একটি ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে প্রয়োজনে কাতারি সেনারাও অংশ নিতে পারেন।
ট্রাম্প বলেন, বাহিনীটি খুব দ্রুতই গঠন করা হবে, এখন নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, দখলকৃত পশ্চিম তীরে নতুন করে ধরপাকড় অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। বার্তা সংস্থা ওয়াফা জানায়, হেবরনে পাঁচজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জেরুজালেমের কাছে আল-রাম শহরে গুলিতে এক ফিলিস্তিনি আহত হয়েছেন।












