ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঘোষিত ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলে ফুঁসে উঠেছে রাজধানী ঢাকাসহ সারাদেশে। সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের খবর পাওয়া গেছে। ক্লাস-পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও সংহতি জানাচ্ছেন ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে।
গাজায় গণহত্যার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মাঠে নেমেছেন। সোমবার সকাল থেকে রাজধানী ঢাকা যেন পরিণত হয়েছে বিক্ষোভের নগরীতে। দেশের বিভিন্ন স্থানেও একযোগে পালিত হচ্ছে অভিন্ন কর্মসূচি। যে যার মতো করে ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে অংশ নিচ্ছেন মিছিলে।
বাদ জোহর ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে একাধিক ইসলামি দল ও আলেম-ওলামাদের বিভিন্ন সংগঠন প্রতিবাদী মিছিল বের করে। মিছিল থেকে জায়নবাদী ইসরায়েলের বিভিন্ন স্লোগান দেওয়া হয়। অবিলম্বে এই বর্বরতা বন্ধ করতে আহ্বান জানানো হয়।
কর্মসূচি পালনকালে ‘ফ্রম দ্য রিভার টু দ্য সী, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ইস্ট টু ওয়েস্ট, নো ফ্লো টু জায়নিস্ট’, ‘মেঘনা টু জেরুজালেম, ইনসাফ ইনসাফ’, ‘শেম শেম জায়নিস্ট, মেক ফ্রি প্যালেস্টাইন’, ‘ফিলিস্তিন মুক্তি পাক, ইসরায়েল নিপাত যাক’; ‘ইনকিলাব ইনকিলাব, আল আকসা জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এর আগে সকালে বেসরকারি একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্মরণকালের সেরা প্রতিবাদ মিছিল করে। বাড্ডাসহ বিভিন্ন এলাকায় এখনো মিছিল অব্যাহত আছে। এতে হাজার হাজার শিক্ষার্থী ফিলিস্তিনের পতাকা হাতে অংশ নেন। স্লোগান দেন দখলদার ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে।
এদিকে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে, যান চলাচল স্বাভাবিক রাখতে এবং রাজধানীবাসীকে নিরাপত্তা দিতে ঢাকার নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশসহ সেনাবাহিনীকে অবস্থান ও টহল দিতে দেখা গেছে।