ফিলিস্তিনে ইসরাইলের আগ্রসন শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ১৩ হাজার শিশুকে হত্যা করেছে ইসরাইল। আর যেসব শিশুরা বেঁচে আছে তারাও গুরুতর অপুষ্টিতে ভুগছে। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা – ইউনিসেফ।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল সিবিএস নিউজ নেটওয়ার্ককে বলেন, আরও কয়েক হাজার শিশু আহত হয়েছে। অনেক শিশু এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারে। আমরা বিশ্বের অন্য কোনও সংঘাতে এত শিশুর মৃত্যু দেখিনি।

তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে শিশুরা মারাত্মক রক্তশূন্যতা ও অপুষ্টিতে ভুগছে। সেখানকার বাচ্চারা এতটাই দুর্বল যে, তাদের কান্না করার শক্তিটুকুও আর অবশিষ্ট নেই।

গাজায় ইসরাইলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ২০ লাখের বেশি ফিলিস্তিনি দুর্ভিক্ষের মুখে পড়েছে। সেখানে মানবিক সহায়তাবাহী ট্রাকগুলোকে দ্রুত নিয়ে যাওয়া বড় একটি চ্যালেঞ্জ।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ৩১ হাজার ছয়শো।