গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সেই সঙ্গে হামাসের হাতে বন্দি ইসরাইলি জিম্মিদের অবিলম্বে ও শর্তহীন মুক্তির আহ্বান জানানো হয়েছে। খবর আল জাজিরার।
গত মঙ্গলবার সাধারণ পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করে আরব রাষ্ট্রগুলো। এরপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। যুদ্ধবিরতির পক্ষে ভোট দেন ১২০টি দেশের প্রতিনিধিরা। ভোটদানে বিরত ছিল ৪৫টি দেশ। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ১৪টি দেশ। ৭ অক্টোবর থেকে ইসরায়েলের বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান এ লড়াই বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো ব্যবস্থা নিতে পারেনি।
আইনগতভাবে মানতে বাধ্য না হওয়ায় জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবটি মূলত বিশ^ জনমতের প্রতিফলন হিসেবে দেখা হয়ে থাকে।
গাজায় ইসরাইলি আগ্রাসন এরই মধ্যে ছয় মাস পেরিয়েছে। এই সময়ের মধ্যে ৩২ হাজারের বেশি নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি দখলদার বাহিনী। যার বেশিরভাগই নারী ও শিশু।
আন্তর্জাতিক সম্প্রদায় বারবার হত্যাযজ্ঞ বন্ধ ও যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা অগ্রাহ্য করে আসছে ইসরাইল। দেশটির যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন,হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে।
এদিকে নিরবচ্ছিন্ন সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞের ফলে গাজার পরিস্থিতি নাজুক রূপ নিয়েছে। সীমান্ত দিয়ে ত্রাণ সহায়তা ঢুকতে না দেয়ায় উপত্যকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। লাখ লাখ ফিলিস্তিনি মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।