গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে অগ্রগতি হয়েছে। যুদ্ধ এখনি শেষ করার সময় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিন ধাপের এ যুদ্ধবিরতির আলোচনা পর্যায়ে কিছু জটিলতা থাকলেও প্রস্তাবে ইসরাইল-হামাস উভয় পক্ষ রাজি বলে জানিয়েছেন বাইডেন।
প্রায় এক ঘণ্টা ধরে এই সংবাদ সম্মেলন চলে। এ সময় বাইডেন তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ডেমোক্র্যাট সন্দেহভাজনদের উদ্বেগ প্রত্যাখ্যান করেন। ইসরায়েলের কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ জানান।
সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘আমি মনে করি, এটাই আমাদের জন্য সুযোগ। এখন যুদ্ধ শেষ করার সময় এসেছে।’
ইসরায়েল ও হামাসের মধ্যে অনেক জটিলতার অবসান হয়নি বলেও মন্তব্য করেন তিনি। তবে এ ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনি অবিচল। এই যুদ্ধ এখন শেষ হওয়া প্রয়োজন বলেও জানান তিনি।
এছাড়া, যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির অগ্রগতির বিষয়ে ভিন্ন একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি কার্যকর হলে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে হামাস ও ইসরাইল। এরই মধ্যে হামাস ও ইসরাইল চুক্তিতে সম্মত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সাথে জড়িত। বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাটো সম্মেলনে নিউজ উইককে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তিনি। এসময় গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বর্বরতার কথা উল্লেখ করে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানিয়েছেন এরদোয়ান।