ইসরাইলি আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সংকট বাড়ছে। এমন পরিস্থিতিতে গাজায় সংঘাত বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরেক প্রস্তাবেও ভেটো দিয়েছে আমেরিকা। মানবিক দৃষ্টিকোণ থেকে এই খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল ব্রাজিল। এদিকে, গাজায় ইসরাইলি হামলা বন্ধ ও মানবিক সংকট মোকাবেলায় ২০টি প্রস্তাব দিয়েছে ইসলামী দেশগুলোর সংস্থা-ওআইসি। অন্যদিকে, ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি ও গাজা-ইসরাইল সংঘাত বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বুধবার যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব উত্থাপন করে ব্রাজিল। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২টি দেশ এর পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকে রাশিয়া ও যুক্তরাজ্য। তবে স্থায়ী সদস্য দেশ যুক্তরাষ্ট্রের ভেটোতে যুদ্ধ বন্ধে নিরাপত্তা পরিষদের দ্বিতীয় দফা প্রচেষ্টাও ব্যর্থ হয়।
গাজায় ইসরাইলি হামলার চেরে জরুরি বৈঠক করেছে ইসলামী সহযোগীতা সংস্থা-ওআইসি। সৌদি আরবের জেদ্দায় সংস্থার সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে গাজায় হাসপাতালে হামলার ঘটনায় নিন্দা জানানো হয়। বড় ধরনের দূর্যোগ ঠেকাকে জরুরি ত্রাণ সরবরাহসহ সংঘাত মোকাবেলায় ২০টি প্রস্তাব দেয়া হয় বৈঠকে। এসময়, ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ দেশটির কাছে জ্বালানি তেল বিক্রি বন্ধের দাবি তোলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমীর আব্দুল্লাহীয়ান।
এদিকে বিশ্বের বিভিন্ন জায়গায় চলছে ইসরাইলি আগ্রাসনবিরোধী বিক্ষোভ। ফিলিস্তিনিদের পক্ষে মধ্যপ্রাচ্যের ইরাক, ইরান, ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশের শহরে শহরে একাধিক বিক্ষোভ সমাবেশ হয়েছে। গাজাবাসীর পক্ষে এবং নেতানিয়াহু সরকারের হামলার বিরুদ্ধে বিশ্বের অনেক স্থানেই বিক্ষোভ করেছে ইহুদিরাও।