যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার ভয়াবহ তাণ্ডব চালিয়েছে স্টর্ম ‘বায়রন’। পর্যাপ্ত পোশাক, জ্বালানির অভাবে বিপর্যস্ত হাজারো পরিবার। ঝড়ে মারা গেছেন অন্তত ১৪ জন।
গাজার স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্যমতে, শুক্রবার ভোরে উত্তর গাজার বির আন-নাজা এলাকায় এক আশ্রয়কেন্দ্র ধসে পড়ে পাঁচজনের মৃত্যু হয়। একই দিনে গাজা সিটির রেমাল এলাকায় দেয়াল ভেঙে তাঁবুর ওপর পড়ে আরও দুইজন নিহত হন। এর আগে শাতি শরণার্থী শিবিরে একজন মারা যান এবং আল-মাওয়াসিতে ঠান্ডায় এক শিশুর মৃত্যু হয়।
দক্ষিণ গাজার আল-মাওয়াসি থেকে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খালিলি জানিয়েছেন, ঝড় আশ্রয়কেন্দ্রগুলোকে মৃত্যুফাঁদে পরিণত করেছে। আজও বন্যা, ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
জাতিসংঘের হিসাবে প্রায় ৮ লাখ ৫০ হাজার মানুষ ঝুঁকিতে রয়েছে ৭৬১টি আশ্রয়কেন্দ্রে। ইসরাইলি অবরোধ, যুদ্ধের ক্ষতি এবং ভয়াবহ আবহাওয়া একত্রিত হয়ে মানবিক সংকটকে চরমে পৌঁছে দিয়েছে।











