ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া ও নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এ ছাড়া ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন বহু মানুষ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আল জাজিরা জানিয়েছে, নুসেইরাতের একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৭ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
এদিকে মধ্যেই গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা না দিলে বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন থেকে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি মন্ত্রী বেনি গ্যান্টজ। দীর্ঘ সাতমাস ধরে গাজায় চলছে ইসরাইলি হামলা ও অভিযান।
ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল। অবশিষ্ট যা কিছু ঘরবাড়ি, মার্কেট, দোকানপাট ছিল সব মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইসরাইলি ট্যাংক ও যুদ্ধবিমান। এর মধ্যেই জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনী ও হামাসের যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ইসরাইলের বিমান হামলায় জাবালিয়া শরণার্থী শিবিরসহ গাজার বিভিন্ন জায়গায় প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ।
পাশাপাশি দক্ষিণে রাফাহ শহরে ও উত্তরে শেখ জায়েদ, জেইতুন, নুসেইরাত ও আদওয়ান হাসপাতাল এলাকায় ইসরাইলি হামলার খবর পাওয়া গেছে।
এদিকে, গাজা নিয়ে যুদ্ধ পরবর্তী কোনো পরিকল্পনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনুমোদন না দিলে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ই জুন পর্যন্ত সময়ও বেধে দিয়েছেন তিনি। দীর্ঘ সাত মাসেরও বেশি সময় ধরে হামাসের বিরুদ্ধে লড়াই করছে ইসরাইল। সাম্প্রতিক দিনগুলোতে হামাস যোদ্ধারা উত্তর গাজায় পুনরায় সংগঠিত হওয়ার পর ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় ফাটল দেখা দিয়েছে বলে ধারণা করছে যুদ্ধ বিশ্লেষকরা।
অন্যদিকে, গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানানো বিক্ষোভকারীদের আন্দোলনে এখনো উত্তাল বিশ্ব। শনিবার নিউইয়র্কের ব্রকলিনে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা জড়ো হওয়ার সাথে সাথেই বিক্ষোভকারীদের মারধর এবং অন্তত ১২জনকে গ্রেফতার করে পুলিশ। জার্মানির রাজধানী বার্লিনেও যুদ্ধ বন্ধে সমবেত হওয়া মানুষের উপর চড়াও হয় পুলিশ। আটক করে বেশ কয়েকজনকে।