ফিলিস্তিনের গাজায় স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। সেই সঙ্গে বিকেল ৪ টার মধ্যে ১৩ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
দোহায় একটি সংবাদ সম্মেলনের সময় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারির কাছ থেকে আরও জানা গেছে, “যেসব জিম্মি একই পরিবারের, তাদের ফেরত পাঠানোর সময় একসাথে রাখা হবে।
দিও গাজায় যুদ্ধবিরতি শুরুর সময় নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। যুদ্ধবিরতিতে রাজি হলেও গাজার শরণার্থী শিবির ও হাসপাতালে বোমাবর্ষণ অব্যাহত রাখে ইসরাইলি বাহিনী। ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাচি হানেগবি জানিয়েছিলেন, শুক্রবারের আগে কোনো বন্দিকেই মুক্তি দেয়া হবে না। যা যুদ্ধবিরতি পেছানোরই ইঙ্গিত দিচ্ছিলো। তবে, কাতার জানিয়েছিল খুব শিগগিরই যুদ্ধবিরতির সময় ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত তা হলো।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘শুক্রবার সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে। ১৩ জন জিম্মি সন্ধ্যায় মুক্তি পাবেন। এই সময়ে জিম্মিদের মধ্যে যারা একই পরিবারের তাদের একত্রিত করা হবে। ৪ দিনের মধ্যে ৫০ জিম্মিকে মুক্তি দেওয়ার যে চুক্তি হয়েছে সেই অনুযায়ী প্রতিদিন নতুন করে আরও বেসামরিক জিম্মিকে যুক্ত করা হবে।’
তিনি আরও বলেছেন, ‘গতকাল দিনব্যাপী যে আলোচনা হয়েছে সেটি আজ সকাল পর্যন্ত চলমান ছিল। এতে যুক্ত ছিল মিসর এবং যুদ্ধের অন্যান্য পক্ষগুলো। আলোচনা ভালোভাবে হয়েছে এবং আলোচনার পরিবেশ ইতিবাচক ছিল।’