ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।গাজা শহরের দারাজ এলাকায় আল-তাবিন স্কুলে বর্বরোচিত হামলা চালায় ইসরায়েল। হামলায় বহু মানুষ আহত হয়েছেন। খবর আল জাজিরার।
তবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা হামাসের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে।
হামাস পরিচালিত গাজা সরকারের মিডিয়া অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফজরের নামাজের সময় বাস্তুচ্যুত লোকদের টার্গেট করে এই হামলা হয়েছে- একারণে হতাহতের সংখ্যা অনেক।
অন্যদিকে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হামাস সন্ত্রাসীদের জন্য ব্যবহৃত কমান্ড ও কন্ট্রোল সেন্টারে বিমান বাহিনী হামলা চালিয়েছে।
গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৯ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি।
এদিকে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরসহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশের চাপে ফের যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। মধ্যস্থতাকারী এসব দেশ হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের ১৫ আগস্ট থেকে আবারও আলোচনা শুরুর জন্য চাপ দেয়।