সকাল থেকে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও ৬২ জন নিহত হয়েছেন। কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ৫২ জনই গাজা সিটিতে প্রাণ হারিয়েছেন। খবর বিবিসির।

গাজা সিটি দখলের জন্য ইসরায়েল স্থল অভিযান চালাচ্ছে। সেখানকার বাসিন্দারা বলছেন, তারা ভারী হামলার মুখে পড়ছেন। হামলা থামছেই না। একই সময়ে শহরটিতে ইসরায়েলের সামরিক বাহিনী স্থল হামলাও বাড়িয়েছে।

শহরের দারাজ এলাকায় ২০ জন নিহত হয়েছেন। অবরুদ্ধ অঞ্চলটিতে আরও তিনজন ফিলিস্তিনি ক্ষুধায় প্রাণ হারিয়েছেন।

এদিকে যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইভেত্তে কুপার বলেন, গাজায় ইসরায়েলের হামলা শুধু রক্তক্ষয়ই বাড়াবে।

অন্যদিকে সাবেক লেবার নেতা জেরেমি করবিন বলেছেন, যুক্তরাজ্য এই ঘটনার সঙ্গে যুক্ত থাকায় দায়ী। তিনি লিখেছেন, এই গণহত্যায় ব্রিটেনও অংশীদার।

সাবেক সাংসদ জারা সুলতানা বলছেন, সরকারকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে।

জাতিসংঘের এক তদন্ত বলেছে, গাজায় ইসরায়েলের প্রায় দুই বছরের যুদ্ধ একটি গণহত্যা। আরব ও ইসলামী বিশ্বের নেতারা কাতারের রাজধানী দোহায় মিলিত হয়ে ইসরায়েলের হামলা এবং গাজায় গণহত্যার নিন্দা জানিয়েছেন।

ইসরায়েলের গাজা যুদ্ধে এ পর্যন্ত ৬৪ হাজার ৮৭১ জন নিহত এবং এক লাখ ৬৪ হাজার ৬১০ জন আহত হয়েছেন।