ফিলিস্তিনের গাজায় হামাসকে ৪০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। হামাসের নেতারা প্রস্তাবটি পর্যালোচনায় রেখেছে বলে জানা গেছে।

প্রস্তাবিত যুদ্ধবিরতির পাশাপাশি অধীনে রয়েছে – ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে বন্দি বিনিময়, গাজার হাসপাতালগুলো মেরামত, প্রতিদিন ৫০০টি ত্রাণ-সহায়তা ট্রাক প্রবেশ এবং গৃহহীন ফিলিস্তিনিদের জন্য কয়েক হাজার তাঁবু পাঠানোর বিষয়গুলোও। এসবের বিনিময়ে নারী, ১৯ বছরের কম বয়সী কিশোর-কিশোরী, পঞ্চাশের বেশি বয়স্ক ব্যক্তিবর্গ এবং অসুস্থ ৪০ জন জিম্মিকে মুক্তি দিতে হবে হামাসকে।

গত সপ্তাহে ফ্রান্সের প্যারিসে বৈঠক করেন ইসরাইল, কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। সেই বৈঠকে বসেই তারা এই খসড়া প্রস্তাবটি প্রস্তুত করেছে বলে মঙ্গলবার (২৭শে ফেব্র“য়ারি) এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। চার মাসেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধের হামাস ও ইসরাইলের সরকারের মধ্যে মধ্যস্থতার ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার। এই তিন দেশের ব্যাপক প্রচেষ্টায় গত ২৫শে নভেম্বর গাজায় প্রথম যুদ্ধবিরতি হয়েছিল।

গত সোমবার (২৬শে ফেব্র“য়ারি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউইয়র্ক সিটিতে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আন্ন রমজানে গাজায় সামরিক অভিযান বন্ধ রাখতে সম্মত হয়েছে ইসরাইল। সেই সাথে আগামী এক সপ্তাহের মধ্যেই গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতি শুরু হবে বলেও আশা করছেন তিনি।