ভারতের তেলেঙ্গানা রাজ্যে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণ হারিয়েছে দুই পাইলট। তাদের একজন বিমানবাহিনীর প্রশিক্ষক, অপরজন প্রশিক্ষণার্থী। সোমবার (চৌঠা ডিসেম্বর) সকালে তেলেঙ্গানা রাজ্যের মেদাক জেলায় এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতীয় বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানায়, পিলাটাস পিসি-৭ এমকে-২ মডেলের প্রশিক্ষণ উড়োজাহাজটি হায়দরাবাদের ভারতীয় বিমানবাহিনী একাডেমি থেকে উড্ডয়ন করেছিল। দুজন আরোহী নিয়ে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি আকাশে উড়ছিল।
বিমান বাহিনী জানায়, বিমানটি হায়দরাবাদের এয়ার ফোর্স একাডেমি (এএফএ) থেকে নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট বিমানটির ভিতরে ছিলেন। তারা দুজনেই মারা গেছেন।
দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ঘটনা তদন্ত করে দেখছে ভারতীয় বিমানবাহিনী, তবে দুর্ঘটনায় বেসামরিক কেউ হতাহত হননি।
Pilatus PC 7 Mk II বিমানটি একটি একক-ইঞ্জিন বিশিষ্ট বিমান। আইএএফ পাইলটরা এর মাধ্যমে প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করে।