গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে পাঁচ ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। শহরের বিভিন্ন বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

আইডিএফ দাবি করেছে, গতকাল বুধবার ওই পাঁচজনের মরদেহ দক্ষিণ গাজার একটি অঞ্চল থেকে উদ্ধার করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর একটি টহল দল গতকাল তাদের মরদেহ উদ্ধার করে। আইডিএফ তাদের নাম-পরিচয়ও নিশ্চিত করেছে।

নিহতদের মধ্যে দুজন আইডিএফের সদস্য। ওই পাঁচজন হলেন—রাভিদ কাটজ (৫১), মায়া গোরেন (৫৬), ওরেন গোলডিন, (৩৩), সার্জেন্ট কিরিল ব্রডস্কি (১৯), স্টাফ সার্জেন্ট তোমার ইয়াকভ আহিমাস (২০)। আইডিএফ অনেক আগেই এই পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেছিল। তবে গতকাল বুধবার পর্যন্ত ওই পাঁচজনের মরদেহ হামাসের দখলে ছিল।

আজ বৃহস্পতিবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল বুধবার গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর সেনা, আইডিএফের ৯৮ তম ডিভিশনের স্পেশাল ফোর্সের সদস্য ও সেনা গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যদের একটি যৌথ দল ওই পাঁচজনের মরদেহ উদ্ধার করে।

বিবৃতি অনুসারে, শিন বেতের সদস্যরা গাজা থেকে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের ওপর নির্ভর করে খান ইউনিসের ওই অঞ্চলে তল্লাশি চালায় এবং ওই পাঁচজনের মরদেহ উদ্ধার করে।