গাজীপুরে একটি ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে পু সুকি (৫২) নামের এক চীনা প্রকৌশলী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় বাংলাদেশি। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে কাশিমপুরের ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৬ই এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার দক্ষিণ পানিশাইল পলাশ হাউজিং এলাকার মৌসুমি গার্মেন্টসের নিচে চায়না মালিকানাধীন ‘টং রুইদা ইন্ডাস্ট্রি’ (স্থানীয়ভাবে চায়না ব্যাটারি ফ্যাক্টরি নামে পরিচিত) নামে একটি ব্যাটারি তৈরীর কারখানায় বয়লার বিস্ফোরণের এই ঘটে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানা এলাকায় পলাশ হাউজিং এ টং রুইদা ইন্ডাস্ট্রির বয়লার সার্ভিসিং করা হচ্ছিল। এসময় হঠাৎ বয়লারটিতে বিস্ফোরণ হয়। এতে কয়েকজন আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চীনের নাগরিক পু জুকির মৃত্যু হয়। আহতদের মধ্য থেকে ৩২ বছর বয়সী অমল ঘোষকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকিরা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে কি কারণে বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন।